ঈশ্বরদীতে উৎসবে-আনন্দে উদযাপিত হচ্ছে বড়দিন

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:০২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২২

পাবনার ঈশ্বরদীতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খ্রিস্টান ধর্মাবলম্বী ক্ষুদ্র নৃগোষ্ঠী গ্রাম মারমী, লক্ষীকোলা ও মুলাডুলির আটঘরিয়া গ্রামের গির্জা নানা সাজে সাজানো হয়েছে।

উপজেলার গোকুল নগর ব্যাপ্টিস্ট চার্চসহ সাত গির্জায় অনুষ্ঠিত হয় বিশেষ উপাসনা। গোকুলনগর ব্যাপ্টিস্ট চার্চের উপাসনা পরিচালনা করেন ব্যাপ্টিস্ট চার্চ পালক বিধান রায়।

গির্জাগুলোতে উপাসনা শেষে খ্রিস্ট ধর্মাবলম্বীরা একে অপরের সঙ্গে কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন। এরপর গির্জা চত্বরে বড়দিনের কেক কাটেন। এসময় গির্জা পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।



ব্যাপ্টিস্ট চার্চের পালক বিধান রায় বলেন, আজ যিশুখ্রিস্টের জন্মদিন। আজকের দিনে প্রার্থনা আমাদের দেশের মানুষ যেন শান্তিতে ও ঐক্যবদ্ধভাবে বসবাস করতে পারে।

খ্রিস্টান ধর্মাবলম্বী তদ্রুপ বিশ্বাস বলেন, আজকের দিনটি আমাদের জন্য খুব আনন্দের দিন। মজার দিন। সারা বছর যদি কোনো ভুল ও পাপ করে থাকি পাপ মোচনের জন্য যিশুর কাছে ক্ষমা প্রার্থনা করি। পরিবার ও দেশের জন্য প্রার্থনা করি।

উপজেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবচেয়ে বড় গির্জা মারমীর লুর্দের রাণী গির্জায় প্রার্থনা শেষে বাড়িতে বাড়িতে গীত ও নৃত্য পরিবেশিত হচ্ছে। রাতভর চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।

মারমীর ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুরেশ বিশ্বাস বলেন, ‘আমরা আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) পল্লির লোকজন দিনব্যাপী উপাসনা, গীত, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা ভোজের মধ্যদিয়ে বড় দিনের উৎসব পালন করছি।

শেখ মহসীন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।