সিলেটে হালকা বৃষ্টি, জেঁকে বসতে পারে শীত
সিলেটের কোথাও কোথাও সোমবার (২৬ ডিসেম্বর) সকালে হালকা বৃষ্টি হয়েছে। একই সঙ্গে হিমেল বাতাসও বয়ে গেছে। এতে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। দুপুর ২টায় সিলেট শহরের তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
মঙ্গলবারও জেলার কিছু এলাকায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে জেঁকে বসতে পারে শীত।
সিলেট আবহাওয়া অফিস জানায়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপের কারণে সোমবার সিলেট জেলার বেশিরভাগ এলাকায় ভোর ৬টার পর সামান্য বৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ এত কম ছিল তা রেকর্ড করার মতো নয়। অন্যবারের তুলনায় এবছর সিলেটে শীতের তীব্রতা কম। তবে বৃষ্টির পর শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয়ের ইনচার্জ জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জাগো নিউজকে বলেন, সকালে যে বৃষ্টি হয়েছে সেটির পূর্বাভাস কয়েকদিন আগেই জানা গেছে। জেলার বেশিরভাগ এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি শেষে শীতের তীব্রতা বাড়তে পারে।
ছামির মাহমুদ/এসজে/এএসএম