বাঁশবাগানে মিললো অজ্ঞাত শিশুর গলাকাটা মরদেহ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জে অজ্ঞাত এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহতের বয়স আনুমানিক ১২ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনজুরুল আলম।

তিনি জানান, নিশ্চিন্তপুর গ্রামের একটি বাঁশবাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরণে জিন্স প্যান্ট এবং জ্যাকেট রয়েছে। কী কারণে কারা তাকে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া নিহত শিশুর পরিচয় জানতে পুলিশের টিম কাজ করছে।

এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।