ফেসবুকে প্রেমের অভিনয়ে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:১৩ পিএম, ২৬ ডিসেম্বর ২০২২

নরসিংদীতে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে সাগর আহম্মেদ (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, দুটি সিম কার্ড ও ধর্ষণের ভিডিও জব্দ করা হয়।

সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে এতথ্য জানান র‌্যাব-১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম হোসেন।

গ্রেফতার সাগর আহম্মেদ কুমিল্লার কোম্পানীগঞ্জ থানার বাইয়রা এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি নরসিংদী শহরের বৌয়াকুড় মহল্লার আলমগীরের বাড়ির ভাড়াটিয়া।

র‌্যাব জানায়, নরসিংদীতে বসবাসকারী এক তরুণীর (২২) সঙ্গে ফেসবুকে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন সাগর। বিয়ের প্রতিশ্রুতিতে চলতি বছরের ১১ জানুয়ারির পর থেকে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ এবং ধর্ষণের দুটি নগ্ন ভিডিও ধারণ করেন। এরপর যৌন সম্পর্ক না রাখলে নগ্ন ছবি ও ভিডিও প্রকাশ্যে আনার হুমকি দেন। পরে ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে সেখানে ওই তরুণীর কিছু নগ্ন ছবি আপলোড করেন। ফোনে ধারণ করা ভাইরাল করার ভয় দেখিয়ে গত ১৩ ডিসেম্বর ওই তরুণীকে ধর্ষণ করেন সাগর আহম্মেদ।

এসব ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন ওই তরুণী। পরে নরসিংদী সদর থানায় নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে নরসিংদী শহরের বৌয়াকুড় স্টেশন রোড এলাকা থেকে সাগরকে গ্রেফতার করে র‌্যাব-১১।

র‌্যাব কর্মকর্তা শামীম হোসেন বলেন, অনেক মেয়ের সঙ্গে সাগরের অবৈধ সম্পর্ক রয়েছে। তাকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

সঞ্জিত সাহা/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।