আড়াই ঘণ্টা পর ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১০:২৪ এএম, ২৮ ডিসেম্বর ২০২২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর দেওলিয়াবাড়ি এলাকায় ঝুটের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিন ইউনিটের আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় লাগা আগুন সকাল ১০টার দিকে নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন গাজীপুর মহানগরীর দেউলিয়াবাড়ি এলাকার রাসেল সরকারের মালিকানাধীন ঝুট গোডাউনে আগুন দেখতে পায়। এলাকাবাসী প্রথমে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুই ইউনিটসহ মোট তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আড়াই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এখন নির্বাপণের কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আমিনুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।