শীতলক্ষ্যায় মিললো অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৮ ডিসেম্বর ২০২২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে আনুমানিক ৪২ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের সোনাচর এলাকার শীতলক্ষ্যা নদী থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ওই যুবকের এখনো নাম পরিচয় জানা যায়নি। তার পরণে ছিল কালো রঙের ফুলহাতা গেঞ্জি ও জিন্সের ফুল প্যান্ট।

পুলিশ সূত্রে জানা যায়, শীতলক্ষ্যা নদীর মোহনায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা সোনারগাঁ থানা পুলিশ ও কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশকে জানায়। পরবর্তীতে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কলাগাছিয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের আহমেদ জানান, এলাকাবাসীর মাধ্যমে মরদেহের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। উদ্ধারকৃত মরদেহটি সোনারগাঁ থানা পুলিশের মাধ্যমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

রাশেদুল ইসলাম রাজু/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।