সিরাজগঞ্জে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৫৬ এএম, ২৯ ডিসেম্বর ২০২২

সিরাজগঞ্জে রেলক্রসিংয়ে বাসে ট্রেনের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে কড্ডা এলাকার ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় এখনও জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান জাগো নিউজকে বলেন, এ দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে একজনের মৃত্যু হয়।

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, ঠাকুরগাঁও থেকে ঢাকাগামী একটি বাস কড্ডার মোড় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লাগে। এ দুর্ঘটনায় পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ২ ঘণ্টা ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে জামতৈল রেল স্টেশন থেকে বিকল্প ইঞ্জিন এনে পদ্মা এক্সপ্রেস রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।