পদ্মায় গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:১১ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

কুষ্টিয়ার পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকা থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

নিহত শিশুরা হলো- ফিলিপনগর ইউনিয়নের গোলাবাড়ি এলাকার লিপন মন্ডলের ছেলে রিফাত মন্ডল (৮) ও কুষ্টিয়ার ইবি থানার শান্তিডাঙ্গা এলাকার মজিবর রহমানের ছেলে মোরসালিন (৬)।

স্থানীয়রা জানান, শিশু দুইজন সকাল থেকে নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের লোকজন সন্ধ্যায় এলাকায় মাইকিং করেন। পরে রাতে পদ্মা নদী থেকে এলাকাবাসী তাদের মরদেহ উদ্ধার করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে গোসল করতে নেমে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রাতেই পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আল-মামুন সাগর/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।