বগুড়ায় ট্রেনের ধাক্কায় প্রবাসীর স্ত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার গাবতলী উপজেলায় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার নাড়ুয়ামালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমাইয়া গাবতলী উপজেলার নাড়ুয়ামালা এলাকার প্রবাসী শামীমের স্ত্রী।

বগুড়া মেডিকেল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে সুমাইয়া নাড়ুয়ামালা এলাকার নিজ বাড়ির সামনে বের হন। এসময় গাবতলী থেকে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে সুমাইয়া গুরুতর আহত হয়ে পড়লে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই রকিবুল জানান, বাড়ির সামনে রেললাইনে পাশে বের হওয়ার পর সুমাইয়া ঘন কুয়াশায় ট্রেন দেখতে পাননি। এজন্য এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা আছে। পরিবারের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।