শায়েস্তাগঞ্জে ভোটারের সঙ্গে গোপন কক্ষে প্রার্থী ও পোলিং অফিসার

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০২২

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে ভোটদানের গোপনকক্ষে পোলিং অফিসার এবং প্রার্থী ঢুকে ভোট দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণডোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩নং কক্ষের পোলিং অফিসার সুজলা বসাক দুই নারীকে নিয়ে ভোটদান কক্ষ থেকে বের হচ্ছেন। এসময় তাকে গোপন কক্ষে প্রবেশের কারণ জিজ্ঞেস করলে তিনি ভোটার ভোট দিতে পারেন না তাই দেখিয়ে দেওয়ার জন্য প্রবেশ করেছেন বলে জানান।

এর মিনিট দশেক পরে একই কক্ষে একজন ভোটারসহ সংরক্ষিত নারী সদস্য প্রার্থী লিপি আক্তারকে প্রবেশ করতে দেখা যায়। তিনি ওই ভোটারসহ গোপন কক্ষ থেকে বেরিয়ে এসে জানান, ভোটার তার শাশুড়ি হন। তিনি চোখে কম দেখতে পান তাই তিনি তার ভোট দিয়ে দিয়েছেন।

শায়েস্তাগঞ্জে ভোটারের সঙ্গে গোপন কক্ষে প্রার্থী ও পোলিং অফিসার

এ সময় প্রিসাইডিং অফিসার জাকির হোসেনকে বিষয়টি অবগত করলে তিনি কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেন এবং কেন্দ্র থেকে বেরিয়ে যেতে বলেন। এরপর এক শতবর্ষী ভোটারের ছবি তুলতে গেলে তিনি আবারও সাংবাদিকদের বের হয়ে যাওয়ার কথা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান বলেন, ভোটারের সঙ্গে কেউ গোপন কক্ষে প্রবেশ করার নিয়ম নেই। কেন উনারা প্রবেশ করলেন তা খতিয়ে দেখবো।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।