সান্তাহারে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:০৯ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২
ফাইল ছবি

বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫৭) এক নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ ডিসেম্বর) দুপুরে সান্তাহার ইউপির ডাঙ্গাপাড়া রেল সেতুর উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তার হোসেন জানান, দুপুরে ডাঙ্গাপাড়া সেতু এলাকায় রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানিয়রা খবর দেয়। পর মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় শনাক্তে রাজশাহী সিআইডিকে জানানো হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, রেললাইন পারাপারের সময় ট্রেনে কাটা পড়েছেন তিনি। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।