বর্ষবরণ উৎসব

তুলনামূলক কম বুকিং রাঙ্গামাটির হোটেল-মোটেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ৩০ ডিসেম্বর ২০২২

পুরানোকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করতে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ভিড় জমায় পর্যটকরা। তবে এবারের চিত্র ভিন্ন। হোটেল-মোটেলে বুকিং কম বলছেন ব্যবসায়িরা।

পর্যটকের চাপ না থাকাকে অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাজার মূল্য বৃদ্ধি দায়ী বলে মনে করছেন ব্যবসায়ীরা।

হোটেল নীডস হিল ভিউয়ের ব্যবস্থাপক মো. রাসেল বলেন, বুকিং আছে, বন্ধের দিন তুলনায় যতটুকু থাকা দরকার। আশা করছি আরও হবে।

রাঙ্গামাটির স্কয়ার পার্ক আবাসিক হোটেলের স্বত্বাধিকারী নিয়াজ আহমেদ বলেন, বুকিং মোটামুটি আছে। তবে আগের বছরগুলোর তুলনায় অনেক কম। ব্যবসার অবস্থা খুব খারাপ। অর্থনৈতিক অস্থিতিশীলতা ও বাজার মূল্য বৃদ্ধির জন্য মানুষ বের হতে চাইছে না।

রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া বলেন, গত বন্ধে ভালোই বুকিং ছিলো, তবে এরপর আবার কমে গেছে। থার্টি ফাস্ট নাইট উপলক্ষে বিগত বছরের তুলনায় অনেক কম বুকিং এ বছর।

সাইফুল উদ্দীন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।