পর্যটকে মুখরিত সাজেক, খালি নেই হোটেল-মোটেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১২:৩৯ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

পর্যটকে মুখরিত রাঙ্গামাটির সাজেক ভ্যালি। এরমধ্যে এখানকার বেশিরভাগ হোটেল-মোটেল বুকিং হয়ে গেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। তাদের বরণ করে নিতেও প্রস্তুত সাজেক।

সাজেকের জুমঘর ইকো রিসোর্টের ব্যবস্থাপক কনক ত্রিপুরা বলেন, আমাদের কোনো রুম খালি নেই। সবকয়টি রুম গত কয়েকদিন আগেই বুকিং হয়ে গেছে।

পর্যটকে মুখরিত সাজেক, খালি নেই হোটেল-মোটেল

মেঘকাব্য রিসোর্টের ব্যবস্থাপক আদিব চাকমা বলেন, আমাদের রিসোর্টের ১১টি রুম রয়েছে। যার মধ্যে আটি রুম বুকিং হয়েছে। বাকিগুলো বুকিং হয়ে যাবে বলে আশা করি।

পর্যটকে মুখরিত সাজেক, খালি নেই হোটেল-মোটেল

চাঁদের বাড়ি রিসোর্টের ব্যবস্থাপক ইয়াছিন রাসেল জানান, আমাদের রিসোর্টের রুমগুলো অনেক আগের থেকে বুকিং করে রেখেছে পর্যটকরা। আমাদের কোনো রুম খালি নেই। আশা করছি আমরা পর্যটকদের ভালো সার্ভিস দিতে পারবো। নতুন বছরে পর্যটকদের সার্বিক সেবা দিতে আমরা প্রস্তুত।

সাইফুল উদ্দীন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।