হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের যাত্রা শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ৩১ ডিসেম্বর ২০২২

হৃদরোগের প্রাথমিক চিকিৎসার স্বপ্ন পূরণ হচ্ছে হবিগঞ্জবাসীর। এ লক্ষ্যে পৌরসভার উদ্যোগে ভবন নির্মাণও করা হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) শহরের পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সামনে হার্ট ফাউন্ডেশন ও পৌর প্রাথমিক স্বাস্থ্য সেবা কেন্দ্র নামে এ ভবনের উদ্বোধন করা হয়। হার্ট ফাউন্ডেশন গঠনের পর এখন চিকিৎসা কার্যক্রমও শুরু হচ্ছে।

হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম জানান, পৌরসভার নিজস্ব ভূমি ও ভবনে এ স্বাস্থ্যকেন্দ্র চালু করা হচ্ছে। পুরাতন ভবনের সঙ্গে নতুন করে ২০ লাখ টাকা ব্যয়ে নতুন স্থাপনা ও বিভিন্ন উপকরণ ক্রয় করা হয়েছে। এ স্বাস্থ্য কেন্দ্রে ডায়াবেটিস, প্রেসারসহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হবে।

হার্ট ফাউন্ডেশনের মাধ্যমে হৃদরোগের বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়াও সেখানে ইপিআই টিকাদান কেন্দ্রের কার্যক্রমও চলবে বলে জানান তিনি।

jagonews24

হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার জানান, প্রাথমিকভাবে সপ্তাহে একদিন হবিগঞ্জের বাসিন্দা দেশের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞরা এখানে এসে চিকিৎসা দেবেন। পর্যায়ক্রমে এখানে নিয়মিত হৃদরোগ বিশেষজ্ঞের ব্যবস্থাসহ হৃদরোগের উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এছাড়া নিয়মিত আউটডোর চিকিৎসা সেবা প্রদান করা হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে এ কেন্দ্রের উদ্বোধন করেন অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি। হার্ট ফাউন্ডেশন হবিগঞ্জের সভাপতি অধ্যাপক ডা. কামরুল হাসান তরফদার, সিভিল সার্জন ডা. মো. নূরুল হক ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম এতে উপস্থিত ছিলেন।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।