গান-বাজনা বাজিয়ে নতুন বছরকে স্বাগত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভৈরব, কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৩:৫১ এএম, ০১ জানুয়ারি ২০২৩

বাসার ছাদে ও সড়কে সাউন্ড বক্সে গান বাজিয়ে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানালেন ভৈরবের তরুণ-তরুণীরা।

শনিবার রাত ১২টা বাজার আগেই ভৈরব পৌর শহরের চন্ডিবের, ভৈরবপুর, জগনাথপুর, কমলপুর এলাকার বিভিন্ন ভবনের ছাদে ও সড়কে অবস্থান নেন তারা।

পৌর শহরের চন্ডিবের এলাকার শিক্ষার্থী মিতু আক্তার বলেন, বিগত বছরের দুঃখ কষ্টকে ভুলে গিয়ে নতুন বছরকে বরণ করে নিতেই আজকের এই আয়োজন। নতুন বছর যেন সবার জীবনে সুখময় হয়ে উঠে সেই প্রত্যাশা করি।

আরেক শিক্ষার্থী রফিউল বলেন, থার্টি ফাস্ট নাইট স্মরণীয় করে রাখতেই আমরা আজকের দিনে নানা আয়োজনের মাধ্যমে উদযাপন করবো। পরিবার, বন্ধু-বান্ধবকে সাথে নিয়ে ২০২২ সালকে বিদায় জানিয়ে নতুন ইংরেজি বর্ষ ২০২৩ সালকে বরণ করে নিচ্ছি।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মাকছুদুল আলম বলেন, যদিও সরকারিভাবে ডিজি পার্টি করে নববর্ষ উদযাপন করা নিষিদ্ধ তবু্ও ভৈরব শহরের বিভিন্ন এলাকায় বাসার ছাদে ও সড়কে সাউন্ড বক্স বাজিয়ে নতুন বছর উদযাপন করছে।

নতুন বছর উদযাপনে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে পুলিশ নজর রাখছে বলে জানান ওসি।

রাজীবুল হাসান/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।