চোরাই মোটরসাইকেলসহ তিন যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৩৪ এএম, ০১ জানুয়ারি ২০২৩

কক্সবাজারে তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিন যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্র ও শনিবার রাতে চকরিয়ার পৃথক এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ তাদের গ্রেফতার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-চকরিয়ার হারাবাং এলাকার জামাল উদ্দিনের ছেলে মুহাম্মদ হোসাইন (৩৬), ফরিদুল আলমের ছেলে মো. কাইছার (৩০) ও বান্দরবানের লামার সুদা বাদিপাড়া এলাকার হাসেম মোল্লার ছেলে জোহার ইসলাম সায়েম (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। পুলিশ সুপার মাহফুজুল ইসলামের নির্দেশনায় ডিবির ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদের তত্ত্বাবধানে একটি চৌকস টিম চকরিয়ায় অভিযান চালায়। এসময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ তিনজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে জানা যায়, তারা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম জেলাসহ বিভিন্নস্থান থেকে অন্যান্য সক্রিয় চোর চক্রের সহায়তায় গাড়ি চুরি করে ইঞ্জিন ও চেসিস নম্বর আংশিক পরিবর্তন করে ক্রয়-বিক্রয় করে।

জেলা গোয়েন্দা শাখার ওসি আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ বলেন, আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের রিমান্ডে এনে বাকি সহযোগীদের শনাক্তের প্রচেষ্টা চালানোর উদ্যোগ চলছে। অভিযান অব্যাহত থাকবে।

সায়ীদ আলমগীর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।