চাঁদপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৩৪ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

চাঁদপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় লজ্জাতুন্নেসা (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার বাবুরহাটে চাঁদপুর-মতলব সড়কের কালিভাংতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লজ্জাতুন্নেছা কল্যাণপুর ইউনিয়নের রঙের গাঁও গ্রামের চকের মোড় এলাকার বাসিন্দা আলী বকাউলের স্ত্রী।

নিহতের ছেলে নাসির বকাউল বলেন, সকালে বিদ্যুৎ বিল পরিশোধের জন্য মা বাড়ি থেকে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-২ এর জোনাল অফিসে যান। কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ তাকে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই মায়ের মৃত্যু হয়। পরে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন জাগো নিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারা ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নজরুল ইসলাম আতিক/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।