বর্ষবরণে নরসিংদীতে পিঠা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ০১ জানুয়ারি ২০২৩

ইংরেজি নতুন বছর বরণ করতে নরসিংদীতে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। এতে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।

রোববার (১ জানুয়ারি) দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে নরসিংদী কলেজ অব এডুকেশন নামে একটি প্রতিষ্ঠান।

jagonews24

নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ হেল জাকি, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ, নরসিংদী কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া ও নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

jagonews24

উৎসবে ১২টি স্টলে প্রায় দুইশ ধরনের পিঠা উপস্থাপন করা হয়। সব শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন অতিথিরা।

সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।