বছরজুড়ে আলোচনায় বরিশাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ১০:০২ এএম, ০২ জানুয়ারি ২০২৩

বিদায়ী বছরে ঘটে যাওয়া নানা কারণে দেশব্যাপী আলোচনায় ছিল বরিশাল। সড়ক দুর্ঘটনা, হত্যা-ধর্ষণ, মামলাসহ রাজনৈতিক নানা নাটকীয়তায় বেশ আলোচনায় ছিল বরিশাল। বছরজুড়ে আলোচিত কয়েকটি ঘটনা জেনে নেই-

বন্ধুর হবু স্ত্রীকে ধর্ষণ
২৮ নভেম্বর বরিশালের বাবুগঞ্জে বন্ধুর হবু স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে গণধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মসজিদের ইমাম, মাদরাসা শিক্ষক ও কলেজছাত্রকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি বরিশাল জুড়ে ব্যাপক আলোচিত।

বিএনপির সমাবেশে অচল বরিশাল
৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বাস, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বরিশাল। যানবাহনের পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় সব ইন্টারনেট সেবা। এতে চরম ভোগান্তিতে পড়ে দক্ষিণাঞ্চলের মানুষ। যা নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ইউএনওর সঙ্গে মেয়রের বাগবিতণ্ডা
১৭ অক্টোবর বরিশাল জিলা স্কুল কেন্দ্রে ভোট দেওয়ার সময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর সঙ্গে ভোটকেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের বাগবিতণ্ডার ঘটনা ঘটে।

প্রেমের টানে বরিশাল এসে ভারতীয় যুবকের মৃত্যু
১২ অক্টোবর প্রেমের টানে ভারত থেকে বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে জাভেদ খান (৩০) নামের ভারতীয় এক যুবকের মৃত্যু হয়েছে। প্রেমিকার (২৩) সঙ্গে ঘোরাঘুরির পর কয়েক দফা অসুস্থ বোধ করলে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানকার চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখেন। অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পর ওই যুবক মারা যান।

ইউএনওর নির্দেশে নৌকায় আগুন
১৩ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে বাবুগঞ্জের সুগন্ধা নদীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কথা না শোনায় মাঝির ওপর ক্ষিপ্ত হয়ে ট্রলারটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠে উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমার বিরুদ্ধে। জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইলিশ রক্ষা অভিযানে গিয়েছিলেন বাবুগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতিমা। যে ট্রলারে করে তিনি অভিযানে গিয়েছিলেন তার নির্দেশে ওই ট্রলারটি পোড়ানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান কাজী ইমদাদুল হক।

সাংসদকে দলীয় পদ থেকে অব্যাহতি
২০২২ সালের ১১ সেপ্টেম্বর দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরিশালে-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছে আওয়ামী লীগ। অপরদিকে ডাকাতদের সহযোগিতা করার অভিযোগে ২৫ ডিসেম্বর রাতে মেহেন্দীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পাঁচজন নেতাকে দলীয় পদ থেকে বহিঃস্কার করা হয়েছে। ১৫ আগস্ট বরগুনায় সংসদ সদস্যর সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর পুলিশের কতিপয় কর্মকর্তার ন্যাক্কারজনক হামলার ঘটনাটি শুধু বাংলাদেশেই নয়; এটি ছিল বিশ্বব্যাপী একটি আলোচিত ঘটনা। এছাড়া ৬ নভেম্বর ভোরে গৌরনদীর মাহিলাড়া বাজারে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের গাড়িবহরে হামলার ঘটনায় বিএনপি নেতাদের পাল্টা হামলার ঘটনাটিও বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

পানির নিচে ডুবে ছিল বরিশাল
কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ২৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় ১৪ আগস্ট পানিতে ডুবে ছিল গোটা বরিশাল শহর। আর এতে পানিবন্দি হয়ে পড়েছিলো হাজারো পরিবার।

সড়ক দুর্ঘটনা
বিদায়ী বছর ২০২২ সালের ২৯ মে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সানুহার নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি বাসের ১১ যাত্রী নিহত হয়েছে। বরিশালে ২০২২ সালে এটাই ছিল সবচেয়ে বড় সড়ক দুর্ঘটনা। এছাড়া বাকেরগঞ্জে বিআরটিসি বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ছয়জন যাত্রী ও উজিরপুরের শিকারপুরে বাসের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ছয়জন যাত্রী নিহত হয়েছেন।

বিয়েতে সয়াবিন তেল উপহার
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন সাধারণ মানুষের নাভিশ্বাস ঠিক সে সময় ১৩ মার্চ জার্মান নাগরিক আলিসা ও বরিশালের ছেলে রাকিবুল আহসান শুভর বৌভাত অনুষ্ঠানে পাঁচ লিটার সয়াবিন তেল উপহার দিয়েছেন এক সংবাদকর্মী। ব্যতিক্রমী এ উপহার নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। বরিশালের ছেলে রাকিব আহসান শুভর সঙ্গে জামার্নিতে পরিচয়ের পর পরিণয়। এরপর বিয়ে হয় আলিসার। তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাক-ঢোল পিটিয়ে তেমনভাবে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি।

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন
২৫ মে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে খুলে যায় দখিনের দুয়ার। এ অঞ্চলের লাখো মানুষের স্বপ্নের বাস্তবায়ন ঘটে। এ সেতু দক্ষিণবঙ্গের সঙ্গে সারা বাংলাদেশের সংযোগের এক যুগান্তকারী পদক্ষেপ। ফলে ঢাকা থেকে মাত্র ৩ ঘণ্টায় বরিশাল পৌঁছাতে পারছে দক্ষিণাঞ্চলবাসী। পদ্মা সেতু ঘিরে এ অঞ্চলে একটি অর্থনৈতিক পরিকাঠামো গঠিত হবে এবং তার মাধ্যমে হাজারো মানুষের কর্মসংস্থান হবে বলে এ অঞ্চলের মানুষের প্রত্যাশা।

হত্যা
২৮ জানুয়ারি বরিশাল নগরীর বাঘিয়া কালিমাতা মন্দিরের সামনে ছুরিকাঘাতে দিপু হালদার (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দিপু ওই এলাকার খ্রিস্টান কলোনির রমেন্দ্রনাথ হালদারের ছেলে। ২২ নভেম্বর বরিশালের বাবুগঞ্জে মারুফা বেগম (৩০) নামের এক নারীকে গলাকেটে হত্যা করে টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়েছে ডাকাতরা। ৬ জানুয়ারি বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রঘুনাথপুর গ্রামে মনির মল্লিক নামের এক যুবককে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে চিহ্নিত সন্ত্রাসীরা। ১৩ সেপ্টেম্বর উজিপুরে উপজেলার শোলক ইউনিয়নের রামেরকাঠি গ্রামে বড় ভাইয়ের আঘাতে মাদকাসক্ত ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে।

ধর্ষণ মামলায় কাউন্সিলর কারাগারে
বিদায়ী বছরের শুরুতে ধর্ষণের ঘটনায় আলোচনায় উঠে আসেন বরিশাল সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদ হোসেন কালাম মোল্লা। গত ১৪ জানুয়ারি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন এক নারী। ওই দিনই বাকেরগঞ্জ থেকে গ্রেফতার হন তিনি।

বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদা জাগো নিউজকে বলেন, বিদায়ী বছরটিতে নারী-শিশু ধর্ষণের ঘটনা বেড়েছে। তাছাড়া বিচারের দীর্ঘসূত্রিতায় আটকে থাকে ধর্ষণের মামলা। এ কারণে ওইসব মামলা স্থানীয়ভাবে জনপ্রতিনিধি ও পুলিশ মিলে অনৈতিক লাভের আশায় মীমাংসা করে দেয়। ফলে বিচারপ্রার্থী সঠিক বিচার থেকে বঞ্চিত হচ্ছে।

শাওন খান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।