কুড়িগ্রামে বিদেশি মদসহ নারী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:২১ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩

কুড়িগ্রামে ১০১ বোতল ভারতীয় মদসহ সালমা বেগম (২৮) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২ জানুয়ারি) দিনগত রাতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের চর ইটালুকান্দা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সালমা ওই গ্রামের শহীদের স্ত্রী।

মঙ্গলবার (৩ জানুয়ারি) মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন খবরের ভিত্তিতে রৌমারী থানার চর শৌলমারী ইউনিয়নের মাদক কারবারি সালমা বেগমের (২৮) বসতবাড়ি থেকে ১০১ বোতল অফিসার চয়েস মদসহ তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।