ট্রেনে কাটা পড়ে মাথা বিচ্ছিন্ন অজ্ঞাতপরিচয় ব্যক্তির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:৪৮ পিএম, ০৩ জানুয়ারি ২০২৩
মরদেহ দেখতে রেললাইনে ভিড় করেন উৎসুক জনতা

নরসিংদীর রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলার মেথিকান্দা রেলস্টেশনের আউটারের মহিষমারা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। মেথিকান্দা স্টেশনে পৌঁছার আগেই মহিষমারা এলাকায় ওই ব্যক্তি ট্রেনের চাকায় কাটা পড়েন। এতে তার গলা দ্বিখণ্ডিত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বিকেলে রেল পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, ট্রেনে কাটা পড়ে নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন উদ্ধার হয়েছে। এর একটির কললিস্টে থাকা নম্বরে ফোন করা হয়েছে। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সঞ্জিত সাহা/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।