বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ১১:৫১ এএম, ০৩ ডিসেম্বর ২০১৪

সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে নারী ও কন্যা শিশুর প্রতি সংহিংসতা প্রতিরোধে সচেতনা সৃষ্টি ও বাল্য বিবাহ নিরোধ আইনে মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর রাখার দাবিতে দিনাজপুর মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

বুধবার বিকেল ৩টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ জেলা শাখার সভাপতি কানিজ রহমান, সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য রবিউল আউয়াল খোকা, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, পল্লী শ্রীর শাহানাজ বেগম  প্রমুখ।

বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধে নারী নির্যাতন বিরোধী সংস্কৃতি, পরিবারে, সমাজে ও রাষ্ট্রে গড়ে তোলার জন্য পুরুষ সমাজ ও তরুণ-তরুণীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। নির্যাতনের প্রতিরোধের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে সংসদীয় কমিটিতে আলোচনা সাপেক্ষে আইন  সংস্কারের উদ্যোগ গ্রহণের প্রয়োজন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।