রায়পুরায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার, অস্ত্র-গুলি উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৪ জানুয়ারি ২০২৩

নরসিংদীর রায়পুরায় হত্যাসহ একাধিক মামলার অভিযুক্ত সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল হককে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে একটি দেশি ওয়ান শুটার গান ও ৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) সকালে রায়পুরা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশরাফুল হক রায়পুরার চরাঞ্চল বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তার বাবা সাবেক উপজেলা বিএনপির সিরাজুল হক।

এর আগে অস্ত্র উদ্ধারের ঘটনায় সাবেক চেয়ারম্যান আশরাফুলের বিরুদ্ধে রায়পুরা থানায় একটি মামলা করেন বাঁশগাড়ি তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মাহবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৮ ডিসেম্বর আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে সাবেক চেয়ারম্যান আশরাফুল হকের সমর্থকদের গুলিতে হায়দার আলী সবুজ (২০) নামের এক ব্যক্তি নিহত হন। পরে নিহতের পরিবারের পক্ষ থেকে আশরাফুলসহ ৩২ জনের নামে মামলা করা হয়। এরই ধারাবাহিকতায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে মাঠে নামে পুলিশ। পরে বুধবার সকালে রায়পুরা পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ সাংবাদিকদেরে জানান, সাবেক চেয়ারম্যানে বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। গত ১৮ ডিসেম্বর একটি হত্যাকাণ্ডের পর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশ অভিযান চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে সাবেক চেয়ারম্যান আশরাফুল হককে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যে অস্ত্র উদ্ধার করা হয়।

সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।