সাতক্ষীরায় অবৈধ ইটভাটায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৬ এএম, ০৫ জানুয়ারি ২০২৩

সাতক্ষীরার কালীগঞ্জে হাইকোর্টের আদেশ এবং জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশ অমান্য করে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় ব্রাদার্স ব্রিকস নামে একটি ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইনে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার সব কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আজহার আলী এবং সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলামের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।

জানা যায়, উপজেলার শীতলপুর গ্রামের আব্দুল ওয়াদুদ, আব্দুস সেলিম ওরফে বাবলু ও শামসুল আলম কয়েস মিলে ২০০৩ সাল থেকে নদীর চরের জায়গা দখল করে ও ফসলের জমি নষ্ট করে ভাটা পরিচালনা করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ৯ নভেম্বর ভাটাটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এরপর ভাটা মালিক আব্দুল ওয়াদুদ ও আব্দুস সেলিম বাবলু হাইকোর্টে রিট করে আবার ভাটার কার্যক্রম শুরু করেন।

আহসানুর রহমান রাজীব/আরএডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।