কিশোরগঞ্জে অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জে অস্ত্র মামলায় মো. মাসুদ মিয়া নামের একজনের ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মো. মাসুদ মিয়া বাজিতপুর উপজেলার মাইজচর ইউনিয়নের শ্যামপুর এলাকার আসাদ মিয়ার ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবু সাইদ ইমাম জানান, সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ১৮ জানুয়ারি রাতে বাজিতপুর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মাসুদকে গ্রেফতার করে পুলিশ। এসময় তার কাছে থেকে একটি দেশিয় শুটারগান উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাজিতপুর থানায় মামলা হয়। তদন্ত শেষে তার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। বিচার প্রক্রিয়া শেষে আদালত আজ এ রায় দেন।

মেরাজ নাছিম/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।