সীমান্তে উদ্ধার নীলগাইয়ের নতুন ঠিকানা বঙ্গবন্ধু সাফারি পার্ক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:২৪ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে উদ্ধার বিরল প্রজাতির একটি নীলগাই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে বিজিবির ঢাকা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ মহিউদ্দিন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক ছানাউল্যা পাটওয়ারির কাছে নীলগাইটি হস্তান্তর করেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়ন ক্যাম্পের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর শিবগঞ্জ উপজেলার দাইপুকুর ইউনিয়নের সীমান্তবর্তী হাউসনগর এলাকায় একটি বিরল প্রজাতির নীলগাই ধাওয়া করে আটক করেন এলাকাবাসী। এতে নীলগাইটির শরীরে মারাত্মক জখম হয়। খবর পেয়ে নীলগাইটি উদ্ধার করে বিজিবি। পরে দীর্ঘ দুই মাস ৮ দিন ধরে প্রাণীটির চিকিৎসা দেওয়া হয়। সুস্থ হওয়ার পর বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তর করলো বিজিবি।

সোহান মাহমুদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।