সুন্দরবনে পারশের পোনা শিকার, ১৬ জেলে কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

অনুমতি বন্ধ থাকলেও সুন্দরবনে গোপনে চলছে পারশের পোনা শিকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে পশ্চিম সুন্দরবনে পারশের পোনা আহরণের অভিযোগে দুটি ট্রলারসহ ১৬ জেলেকে আটক করেছে বন বিভাগ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে বন বিভাগের কয়রা অফিসের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। নীলকমল ফরেস্ট স্টেশন কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জহির জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবৈধভাবে বনের সমুদ্র মোহনা ও অভয়ারণ্য এলাকার নদী থেকে পারশে পোনা আহরণের সময় তাদের আটক করা হয়। এ সময় জেলেদের কাছ থেকে দুটি ট্রলার ও পোনা আহরণের কাজে ব্যবহৃত মালামাল জব্দ করা হয়।

বন কর্মকর্তা বলেন, দীর্ঘদিন ধরেই এ চক্রটি গোপনে সুন্দরবনের নদী থেকে পারশে পোনা আহরণ করত। তাদের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা আছে। এ চক্রের মূল হোতাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবনের কয়েকজন জেলে জানান, সরকারিভাবে পারশে পোনা ধরার পাস-পারমিট দেওয়া বন্ধ। কিন্তু কিছু অসাধু পোনা ব্যবসায়ী অধিক লাভের আশায় গোপনে পারশে পোনা আহরণের জন্য জেলেদের কাছে চড়া সুদে লাখ লাখ টাকা দাদন দেন। এজন্য বাধ্য হয়ে অনেক জেলে এ কাজ করে থাকেন।

তারা আরও জানান, গোনের এক একটি দিনে জেলেদের প্রতিটি নেট জালে প্রায় ৭০-৮০ কেজি করে পারশের পোনা ধরা পড়ে। সেই সঙ্গে কয়েকশ কেজি অন্যান্য প্রজাতির পোনাও ধ্বংস হয়। কিছু অসাধু পোনা ব্যবসায়ী সুন্দরবনে বিনা পাস-পারমিটে ট্রলার নিয়ে প্রবেশ করে এসব পোনা ধরে। পরে ঘের মালিকদের কাছে প্রতি কেজি ৪-৫ হাজার টাকায় বিক্রি করে।

আহসানুর রহমান রাজীব/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।