রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

রাঙ্গামাটিতে ত্রিপিটক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে শোভাযাত্রাটি রাজবন বিহার থেকে শুরু হয়ে শহরের রাজবাড়ি, পাবলিক হেলথ, হ্যাপির মোড়, বনরুপা, কাঁঠালতলী, পৌরসভা, পুরাতন বাসস্ট্যান্ড, তবলছড়ি, আসামবস্তি, ভেদভেদি, কলেজ গেইট হয়ে পুনরায় রাজবন বিহারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় উপস্থিতি পুর্ণার্থীরা ‘বুদ্ধ কি জয়, ধর্ম কি জয়’ ধ্বনিতে মুখর করে তোলেন। এছাড়া ত্রিপিটক শোভাযাত্রার সময় রাস্তার দুই পাড়ে দাঁড়িয়ে পূর্ণার্থীরা ফুল ছিটিয়ে শুভেচ্ছা জানান।

jagonews24

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সাধারণ সম্পাদক অমিয় খিসা বলেন, করোনার জন্য গত তিন বছর এ ত্রিপিটক শোভাযাত্রা করতে পারিনি। দীর্ঘ বছর পরে আমরা আনন্দ-উল্লাসের মধ্য দিয়ে পবিত্র কর্মসূচি পালন করেছি।

তিনি আরও বলেন, এ বছর অনেক মানুষের সমাগম হয়েছে এ শোভাযাত্রায়। আমরা মূলত এটি করি গৌতম বুদ্ধের বাণী সারা বিশ্বে পৌঁছে দিতে এবং সকল প্রাণীর শান্তি কামনায়।

সাইফুল উদ্দীন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।