চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচন

দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৮:৪১ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের দুই আসনের উপ-নির্বাচনে ১২ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে ছয়প্রার্থী ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ছয়প্রার্থী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমান, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী নবিউল ইসলাম, জাতীয় পার্টি প্রার্থী আব্দুর রাজ্জাক, স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্রপ্রার্থী মু. খুরশিদ আলম ও জাকের পার্টির গোলাম মোস্তফা।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ, জাসদ মনোনীত প্রার্থী মুনিরুজ্জামান মুনির, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) প্রার্থী কামরুজ্জামান খান, স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন, স্বতন্ত্রপ্রার্থী তাহরিমা ও জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মুকুল।

চাঁপাইনবাবগঞ্জে উপ-নির্বাচন, দুই আসনে ১২ প্রার্থীর মনোনয়নপত্র জমা

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই ৮ জানুয়ারি ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৫ জানুয়ারি। এ নির্বাচন আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের রিটার্নিং কর্মকর্তা একেএম গালিব খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ হারুন ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির সংসদ সদস্য আমিনুল ইসলাম পদত্যাগ করায় আসন দুটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।