ভৈরবে ইঞ্জিন ঘোরানোর সময় বগি লাইনচ্যুত, আহত ১৫

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৬ জানুয়ারি ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় একটি বগি লাইনচ্যুত ও তিনটি বগির জানালার কাচ ভেঙে গেছে। এসময় অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর ট্রেন ভৈরব স্টেশনে পৌঁছে কিশোরগঞ্জ অভিমুখী ট্রেনের ইঞ্জিন পাল্টানোর সময় বগিতে ধাক্কা লাগে। ধাক্কায় একটি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ১৫ জন আহত হন। এসময় আরও তিনটি বগির জানালার কাচ ভেঙে গেছে।

jagonews24

এগারসিন্ধুর ট্রেনের এন্টেনটেন্ড সোহেল বলেন, ট্রেনটি যখন ভৈরব স্টেশনে পৌঁছায় তখন ইঞ্জিন পরিবর্তনের সময়ে জোরে একটি শব্দ হয়। পরে দেখি ট্রেনে একটি বগি লাইনচ্যুত হয়েছে। এসময় তিন বগির দরজা-জানালা ভেঙে যায়।

এ বিষয়ে ভৈরব স্টেশন মাস্টার মো. নুর নবী জানান, স্টেশনে আসার পর ট্রেনটির ইঞ্জিন পাল্টানোর সময় ধাক্কা লেগে একটি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন এসে ট্রেনটি মেরামত করে পুনরায় চালু করা হবে।

রাজীবুল হাসান/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।