অবৈধ বালু তোলার পর নেওয়া হচ্ছিল ৪ বাল্কহেডে, তিনজনের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩
দণ্ডপ্রাপ্ত তিনজনকে পুলিশ হেফাজতে কারাগারে নেওয়া হয়

ঝালকাঠির বিষখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন বাল্কহেড মালিকের তিন মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বরগুনার তালতলী এলাকার দলিল পাটোয়ারীর ছেলে মাহবুব পাটোয়ারী (৪৫), ঝালকাঠির পিপলিতা এলাকার ইউনুস আকনের ছেলে ইউসুফ আকন (৩৫) ও বগুড়ার গাবরিয়া এলাকার কবির হোসেনের ছেলে ইসমাইল (৩২)। তারা চারটি বাল্কহেডের মালিক।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিলন চাকমা জানান, সোমবার দুপুর দেড়টার দিকে সুগন্ধা নদীর দেউরী ও ভবানীপুর এলাকা থেকে অবৈধভাবে বালু তোলার ৪ বাল্কহেডে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাল্কহেডগুলো আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বাল্কহেড মালিককে দেড় লাখ টাকা করে জরিমানা ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা না দেওয়ায় তাদের ভ্রাম্যমাণ তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আতিকুর রহমান/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।