সাজেকে পর্যটকবাহী গাড়ির সময়সূচি পরিবর্তন
পার্বত্য জেলা রাঙ্গামাটির অন্যতম পর্যটন স্পট সাজেক ভ্যালি। এই সাজেকে প্রতিবছর ছুটে যান দেশ-বিদেশের হাজারো পর্যটক। পর্যটকদের সুবিধার্থে সাজেকে পর্যটকবাহী গাড়ি চলাচলের সময়সূচি পরিবর্তন করেছে সেনা জোন।
জোন কমান্ডারের পক্ষে মেজর আকতার বিন মুকতাদিরুল গানিউল রহমান সই করা এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন: সাজেক ভ্রমণে কখন যাবেন? কম খরচে থাকবেন ও খাবেন কোথায়?
চিঠিতে বলা হয়, সাজেকগামী পর্যটকদের প্রবেশের সময় সকাল সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১১টা করা হয়েছিল। কিন্তু ২৬ ডিসেম্বর বাঘাইহাট জোন কমান্ডারের কাছে সাজেকের কটেজ মালিক সমিতি একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পুনরায় বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে সাজেকগামী পর্যটকদের সকালের গাড়ির প্রবেশের সময় বেলা ১১টার পরিবর্তে সকাল ১০টা এবং সাজেক থেকে বাঘাইহাটে ফিরে যাওয়ার সময় বিকেল ৩টার পরিবর্তে দুপুর ২টা করা হয়েছে।

আরও পড়ুন: সাজেক ভ্রমণে যেসব বিষয়ে খেয়াল রাখবেন
পরিবর্তিত এই সময়সূচি মঙ্গলবার (১০ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।
সাইফুল উদ্দীন/এমআরআর/জেআইএম