ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি অব্যাহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচির সময়সীমা আরও বাড়ানো হয়েছে। দুই বিচারককে অপসারণ ও জেলা জজ আদালতের নাজির মুমিনুল ইসলামের বিচারের দাবি আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে বলে ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমাদের দাবি এখনো মেনে নেওয়া হয়নি। আজ (১২ জানুয়ারি) পর্যন্ত আমাদের পূর্বঘোষিত কর্মসূচির সময় শেষ হয়েছে। আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি বাড়িয়েছি।’

আরও পড়ুন: বিচার বিভাগ স্বাধীন, আদালত বিচার করবেন: আইনমন্ত্রী

তিনি আরও বলেন, ‘শুক্র ও শনিবার আদালত বন্ধ থাকে। তাই রোববার (১৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (১৭ জানুয়ারি) পর্যন্ত আগামী তিন কার্যদিবস আমরা আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। যদি দাবি মেনে নেওয়া না হয়, এই কর্মসূচি আরও বাড়বে।’

‘আজ রাত ৯টায় আইনমন্ত্রী মহোদয় আমাদের ডেকেছেন। আমরা সেখানে বিস্তারিত তুলে ধরবো’, যোগ করেন জেলা আইনজীবী সমিতির এ নেতা।

এর আগে ৫ থেকে ৯ জানুয়ারি আদালত বর্জনের ডাক দেয় ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি। এরপর সেই কর্মসূচির সময়মীমা ১২ জানুয়ারি পর্যন্ত করা হয়।

আরও পড়ুন: বিচারকের সঙ্গে ‘অশালীন আচরণে’ জড়িতদের শাস্তি দাবি

আদালতের একাধিক সূত্র জানায়, মামলাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন-১ আদালতের বিচারকের বিতণ্ডা হয়। এরই জেরে বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গত ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।

jagonews24

পরবর্তী সময়ে জেলা জজ, নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারকের অপসারণ এবং জেলা জজ আদালতের নাজিরের বিচারের দাবিতে গত ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দেয় আইনজীবী সমিতি।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিচারকের বিরুদ্ধে স্লোগান: ২১ আইনজীবীকে তলব

এদিকে, বিচারকের সঙ্গে আইনজীবী সমিতির সভাপতিসহ তিন আইনজীবী অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আগামী ১৭ জানুয়ারি জেলা আইনজীবী সমিতি সভাপতিসহ তিন আইনজীবীকে সমন ও শোকজ করেছেন। পাশাপাশি আন্দোলন চলাকালে জেলা জজের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়ায় হাইকোর্টে ২১ জন আইনজীবীকে তলব করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।