কুষ্টিয়ায় আট ইটভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৭:১০ পিএম, ১২ জানুয়ারি ২০২৩

কুষ্টিয়ার কুমারখালীতে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।

অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- এআরবি ব্রিকস, এমএমএ ব্রিকস, এবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, কেআরবি ব্রিকস, আরজেডবি ব্রিকস, এসএএন ব্রিকস ও এইচ আর বি ব্রিকস।

কুষ্টিয়ায় আট ইটভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরসাদিপুরে এসব অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয় না।

কুষ্টিয়ায় আট ইটভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, কাগজপত্র না থাকায়, কৃষিজমি ব্যবহার, কয়লার বদলে কাঠ পোড়ানোসহ নানা অপরাধে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সবগুলো ইটভাটায় অভিযান চালানো যায়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

আল-মামুন সাগর/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।