মোটরসাইকেল নিয়ে বেরিয়ে প্রাণ গেলো নবম শ্রেণির শিক্ষার্থীর
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী আশরাফুল হক ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল হক ফাহিম ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের সেরাজুল হক বাচ্চুর ছেলে ও পাঁচগাছিয়া এ জেড খান মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আরও পড়ুন: ঘরে মিললো স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আশরাফুল শুক্রবার রাতে মোটরসাইকেল নিয়ে পাঁচগাছিয়া ফুড অ্যান্ড ফান রেস্তোরাঁর সামনে গেলে বিপরীত থেকে আসা জোনাকি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।
আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস