ডিবি পরিচয়ে প্রবাসীর গাড়ি আটকে ১০ লাখ টাকার মালামাল লুট

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:১১ পিএম, ১৪ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে যুক্তরাষ্ট্র ফেরত প্রবাসীর কাছ থেকে ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ওই প্রবাসীর কাছে থাকা নগদ ৫ হাজার ১২০ ইউএস ডলার, যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড, পাসপোর্ট, আইফোন, ক্রেডিট কার্ড ও মালামালসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটে নেওয়া হয়।

আরও পড়ুন: রাস্তায় ‘ডিবি’ ‘সিআইডি’সেজে মালামাল লুট করা তাদের পেশা

এ ঘটনায় বাদী হয়ে ভুক্তভোগী প্রবাসী মো. আরিফ হোসেন শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আরিফ হোসেন কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে শুক্রবার রাত ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এরপর রাত ১টা ৫০ মিনিটে একটি মাইক্রোবাসযোগে এয়ারপোর্ট থেকে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার বাসায় যাচ্ছিলেন তিনি। এসময় গাড়িটি কাঁচপুর সেতুর পশ্চিম পাশে ইউটার্ন নিয়ে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় আসা মাত্র গাড়িটিকে সিগন্যাল দেওয়া হয়। তখন চালক শহিদুল সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

আরও পড়ুন: সাভারে পল্লী বিদ্যুৎ অফিসে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি

খাজা লাইমস নামে একটি চুন কারখানার সামনে পৌঁছানোর পর সাদা রঙের হায়াস গাড়ি নিয়ে ব্যারিকেট দিয়ে ওই প্রবাসীকে ডিবি পুলিশ পরিচয়ে থামানো হয়। এসময় তল্লাশির নামে তার মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। পরে তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর করে কাছে থাকা সবকিছু ছিনিয়ে নেওয়া হয়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার বাড়ির কেয়ারটেকার মো. মিজানুরকেও মারধর করা হয়।

আরও পড়ুন: নোয়াখালীতে ডিবি পুলিশ পরিচয়ে দোকান লুট

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা বলেন, ডাকাতির ঘটনায় থানায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

রাশেদুল ইসলাম রাজু/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।