রাতে ছিন্নমূলদের খুঁজে খুঁজে কম্বল দিলেন পুলিশ সুপার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ১৫ জানুয়ারি ২০২৩

হিমেল হাওয়া আর কনকনে শীতে বিপাকে ফরিদপুর রয়েছেন শহরের ভবঘুরে, অসহায় ও ছিন্নমূল মানুষ। গরম কাপড়ের অভাবে তীব্র শীতে মানবেতর জীবনযাপন করছেন তারা। এমন সময় কম্বল নিয়ে তাদের পাশে দাঁড়ালেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।

শনিবার (১৪ জানুয়ারি) রাতের আঁধারে ফরিদপুর শহরের বিভিন্ন এলাকায় রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

jagonews24

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ৫০০ শীতার্তকে কম্বল দিলো র‌্যাব

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, তীব্র শীতে খোলা জায়গায় রাত কাটানো গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান কম্বল বিতরণ করেছেন। এ সময় তিনি শীতার্ত মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এম এ জলিল এসময় উপস্থিত ছিলেন।

jagonews24

আরও পড়ুন: ফরিদপুরে এইচএসসি ১৯৯২ ব্যাচের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার জাগো নিউজকে বলেন, স্যার একজন মানবিক হৃদয়ের মানুষ। জেলা পুলিশের পক্ষ থেকে গরীব অসহায়দের মাঝে কম্বল বিতরণ অব্যাহত রয়েছে। তারপরও প্রচণ্ড শীত, ঘন কুয়াশার মধ্যে ছিন্নমূল মানুষদের কষ্টের কথা চিন্তা করে গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে কম্বল নিয়ে ছুটে যান। তিনি নিজের হাতে তাদের শরীরে কম্বল জড়িয়ে দেন। এমন মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।