পঞ্চগড়ে পুরোহিত হত্যা : ৪ দিনেও মিলেনি ক্লু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩৯ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০১৬

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত গৌড়ীয় সন্ন্যাসী মহারাজ যজ্ঞেশ্বর রায় হত্যাকাণ্ডের ঘটনার ৪ দিনেও কোন ক্লু পায়নি পুলিশ।  মঙ্গলবার হত্যাকাণ্ডের ঘটনায় পৃথক দুইটি মামলায় গ্রেফতার তিন আসামির প্রত্যেকের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। বর্তমানে তাদের দেবীগঞ্জ থানা পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এদিকে চার দিনেও প্রকৃত কোন আসামির দোষ স্বীকার না করা এবং হত্যাকেণ্ডের ক্লু না পাওয়ায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে।

অন্যদিকে যজ্ঞেশ্বর রায় হত্যা এবং পূজারী গোপাল চন্দ্রকে হত্যা চেষ্টাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার দুপুরে দেবীগঞ্জ ডিগ্রি কলেজের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে কলেজের বিভিন্ন কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেয়। যজ্ঞেশ্বর হত্যাকাণ্ডের ঘটনায় দেবীগঞ্জ ডিগ্রি কলেজের অফিস সহকারী ও মঠের পূজারী গোপাল চন্দ্র দুষ্কৃতিকারীদের গুলিতে আহত হন। তিনি বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে দেবীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আনিছুর রহমান, উপাধ্যক্ষ উমাপতি রায়, সহকারী অধ্যাপক নাসিরউদ্দিন চৌধুরী, আবু বাকের, গোলাম রব্বানী, প্রভাষক নাজমুন নাহার, গোলাম কিবরিয়া, শিক্ষার্থী শাপলা আখতার ও জাদব কুমার প্রমুখ বক্তৃতা করেন।

বক্তারা অবিলম্বে যজ্ঞেশ্বর হত্যাকারী এবং গোপাল চন্দ্র রায়কে হত্যা চেষ্টাকারী প্রকৃত দুষ্কৃতিকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের তদারক কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার দ্বীন মোহাম্মদ বলেন, রিমান্ডে পুলিশি হেফাজতে জিজ্ঞাবাদ অব্যাহত আছে। আশা করি, শিগগির হত্যাকাণ্ডের সঠিক রহস্য উম্মোচন হবে।

সফিকুল আলম/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।