কাজ শেষে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে কৃষিশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৬ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

কক্সবাজারের রামুতে বন্য হাতির আক্রমণে রশিদ আহমদ (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। রোববার (১৫ জানুয়ারি) সন্ধ্যার দিকে মাঠে কাজ শেষে বাড়ি ফেরার পথে জোয়ারিয়ানালা ইউনিয়নের ভালুকিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

রশিদ আহমদ উপজেলার জোয়ারিয়ানালা ৫নং ওয়ার্ডের গুচ্ছগ্রাম এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে।

মৃতের স্বজনরা জানান, জোয়ারিয়ানালার ফরেস্ট অফিসের প্রায় দুই কিলোমিটার পূর্ব পাশে মোইষ্যা খাল নামক স্থানের কৃষিজমিতে রশিদ আহমদ কাজ করতে গিয়েছিলেন। কাজ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভালুকিয়া নামক স্থানে পৌঁছালে বন্য হাতির সামনে পড়ে যান। এসময় হাতি তাকে আছড়ে ও পায়ে পিষ্ট করে মেরে ফেলে।

আরও পড়ুন: কক্সবাজারের মাদক কারবারির তালিকা যাচাইয়ের পর ব্যবস্থা

জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল সামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, ভালুকিয়া এলাকা থেকে রশিদের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন দেখে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হয়েছি।

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) আনোয়ার হোসেন সরকার বলেন, আমরা খবর পেয়েছি। আইনি প্রক্রিয়া শেষে মৃত ব্যক্তিকে দাফনের পর বন বিভাগের নিয়ম অনুযায়ী পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

সায়ীদ আলমগীর/এএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।