৫ হাজার পরিবারে শীতবস্ত্র দিলো ‘মেট্রো ফাউন্ডেশন’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১০:০১ পিএম, ১৬ জানুয়ারি ২০২৩

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাঁচ হাজার পরিবারে কম্বল বিতরণ করেছে ‘মেট্রো ফাউন্ডেশন’। সোমবার (১৬ জানুয়ারি) চরকাঁকড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে ৫০০ জনের মধ্যে এ কম্বল বিতরণ করা হয়।

এরআগে শনিবার (১৪ জানুয়ারি) মুছাপুর ইউনিয়নে ভার্চুয়ালি এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রো ফাউন্ডেশনের চেয়ারম্যান শিল্পপতি ফখরুল ইসলাম।

এসময় মেট্রো ফাউন্ডেশনের পরিচালক নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম শিকদার, যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, মডার্ন হাসপাতালের পরিচালক রহমত উল্যাহ দিদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফখরুল ইসলাম বলেন, প্রচণ্ড শীতে গ্রামের দরিদ্র-অসহায়দের কথা চিন্তা করে কোম্পানীগঞ্জের আট ইউনিয়ন ও এক পৌরসভায় পাঁচ হাজার কম্বল বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মেট্রো ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে গরিব ও অসহায় মেয়ের বিয়ে, ছেলের খতনা, গরিবদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করে আসছে।

ভবিষ্যতে সমাজের অসহায়দের কল্যাণে আরও কার্যক্রম হাতে নেওয়া হবে বলেও জানান শিল্পপতি ফখরুল ইসলাম।

ইকবাল হোসেন মজনু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।