বাবুরহাটে উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ: পাটমন্ত্রী
দেশের সবচেয়ে বড় কাপড়ের হাট বাবুরহাট নরসিংদীতে অবস্থিত। এখানে উদ্যোক্তা হওয়ার অনেক সুযোগ আছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নরসিংদীর সাহেপ্রতাপে তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিএসসি ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, বর্তমানে দেশ কাপড় তৈরি করে বিদেশে রপ্তানি হচ্ছে। ফলে বৈদেশিক মুদ্রার আয় বাড়ছে। আয় আরও বাড়াতে এসব প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ।
ছাত্রছাত্রীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চাকরির জন্য ধারে ধারে না ঘুরে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী যুব সমাজকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করার সব সুযোগ সুবিধা করে দিয়েছেন।
তাঁত বোর্ডের চেয়ারম্যান ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নরসিংদী সদর আসনের সাংসদ মোহাম্মদনজরুল ইসলাম হিরু, নরসিংদী-গাজীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নূসরাত বুবলী, জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন ভুঁইয়া।
সঞ্জিত সাহা/এসজে/এএসএম