মেহেরপুরে রাস্তার পাশ থেকে বোমাসাদৃশ ২ বস্তু উদ্ধার
বস্তু দুটি উদ্ধারের পর পানিতে চুবিয়ে রাখা হয়
মেহেরপুরের গাংনী উপজেলায় রাস্তার পাশ থেকে বোমাসাদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কল্যাণপুর এলাকা থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: তেলের দাম বাড়ায় মেহেরপুরে সরিষা চাষে ঝুঁকছেন কৃষকরা
জাগো নিউজকে তিনি বলেন, কল্যাণপুর রাস্তার পাশে বোমাসাদৃশ্য দুটি বস্তু দেখে পথচারীরা পুলিশে খবর দেন। উপ পরিদর্শক (এসআই) মাসুদ সঙ্গীয় ফোর্স নিয়ে বস্তু দুটি উদ্ধার করে পানিতে চুবিয়ে রাখেন। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়াতে এগুলো কেউ রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আসিফ ইকবাল/এসজে/এএসএম