আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে নোয়াখালীতে ৩৬ হাজার গাছের চারা বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

৩৬ বছর পর বিশ্বকাপ ফুটবল জেতায় ৩৬ হাজার গাছের চারা বিতরণ করছে আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার (১৮ জানুয়ারি) সকালে জয়ের একমাস পূর্তিতে নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরবাটা খাসেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

‘সানজিদা ফেরদৌস দিবা আর্জেন্টিনা পাঁড়’ সমর্থকদের সৌজন্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সৈকত সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোনায়েম খান।

আরও পড়ুন: ‘আর্জেন্টিনার চেয়ে আর্জেন্টিনা-সমর্থক বেশি বাংলাদেশে’

খাসেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু অসীম কুমার দাসের সভাপতিত্বে এসময় সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. সাইফুল ইসলাম সুমন, চর আমান উল্যাহ ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক বেলায়েত হোসেন, সাংবাদিক অনুপম ফকির, বৃক্ষপ্রেমী মো. সাখাওয়াত উল্যাহ, চরবাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।