আশুলিয়ায় মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সাভার (ঢাকা)
প্রকাশিত: ০৩:৪২ পিএম, ১৮ জানুয়ারি ২০২৩

মাইগ্রেশন দাবিতে টঙ্গী-ইপিজেড-আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নাইটিংগেল মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীরা। এ সময় ব্যস্ত সড়কটির দু’পাশে সৃষ্টি হয় তীব্র যানজট। ভোগান্তিতে পড়েন সড়কটিতে চলাচলরত যাত্রীরা।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে টঙ্গী-ইপিজেড-আশুলিয়া সড়কের সরকার মার্কেট এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা।

আশুলিয়ায় মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নাইটিংগেল মেডিকেল কলেজের বিএমডিসির কোনো অনুমোদন নেই। প্রতারণা করে কলেজ কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি করে। বিষয়টি শিক্ষাথীরা জানতে পেরে অন্যত্র মাইগ্রেশনের প্রস্তুতি নেন। তবে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ সেই মাইগ্রেশান ঠেকাতে একটি রিট দায়ের করে। এতে আটকে যায় শিক্ষার্থীদের মাইগ্রেশন।

আশুলিয়ায় মেডিকেল শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

কলেজটির শিক্ষার্থী ইমরান খান ইমন জানান, নামে মেডিকেল কলেজ, কাজের কিছু নাই। নেই চিকিৎসার যন্ত্রপাতি, নেই ভালো কোনো ডাক্তার। এমনকি রোগীও থাকেন না। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ মিথ্যা আশ্বাস ও আদালতের কিছু কাগজপত্র দেখিয়ে আমাদের ভর্তি করেন। প্রথম বর্ষে বিএমডিসি রেজিস্ট্রেশন এনে দেবে বলে তারা প্রতিশ্রুতি দিলেও তারা এখন পর্যন্ত রেজিস্ট্রেশন এনে দিতে পারেনি। কলেজের শিক্ষা ব্যবস্থা সংক্রান্ত সব সুযোগ-সুবিধা থেকেও তাদের বঞ্চিত করে রাখা হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ আন্দোলন করে যাবেন বলেও জানান।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, শিক্ষার্থীরা প্রায় দুই ঘণ্টা সড়কটিতে অবস্থান নেন। খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে তুলে দেন। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

মাহফুজুর রহমান নিপু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।