কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০২ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেলে তিনি হাসপাতালে মারা যান।

তার নাম হাবিবুর রহমান (৬২)। তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার উত্তর সাত কাকরা গ্রামের আকিম উদ্দিনের ছেলে। তার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি নম্বর ৫৬৭২/এ।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ সূত্রে জানা গেছে, শেরপুরের শ্রীবরদী থানার দ্রুত বিচার আইনের (ধারাঃ-৩০২/৩৪ দঃ বি) একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে হাবিবুর রহমান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ বন্দি ছিলেন। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টার দিকে কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারের হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৫টার দিকে তার মৃত্যু হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর সিনিয়র জেলসুপার সুব্রত কুমার বালা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।