মারামারি না করার শর্তে ইউএনওর কাছে গ্রামবাসীর অস্ত্র জমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৩ পিএম, ১৯ জানুয়ারি ২০২৩

ফরিদপুরের নগরকান্দায় নিজেদের মধ্যে দাঙ্গা-মারামারি না করার শর্তে উপজেলা প্রশাসনের কাছে দেশীয় অস্ত্র জমা দিয়েছে বনগ্রাম ও গোয়ালদী গ্রামবাসী। দেশীয় এসব অস্ত্রের মধ্যে ছিল ১৮টি ঢাল, ৯টি কাঁতরা, দুটি ঝুপি ও একটি ভেলা।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম মাদরাসা মাঠে আনুষ্ঠানিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হকের হাতে এসব দেশীয় অস্ত্র জমা দেন তারা।

jagonews24

আরও পড়ুন: ঘর আছে, চলাচলের রাস্তা নেই

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা গেছে, এসব অস্ত্র দিয়ে দীর্ঘ কয়েক যুগ ধরে দাঙ্গা-মারামারি করে আসছিল উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম ও গোয়ালদি গ্রামবাসী। এতে অসংখ্য মানুষ আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটেছে। এছাড়া বিপুলসংখ্যক ঘরবাড়ি ভাঙচুর, মামলা-হামলায় আর্থিক ক্ষতির মুখে পড়েছে উভয় পক্ষই।

এর সত্যতা নিশ্চিত করে ইউএনও মঈনুল হক জাগো নিউজকে বলেন, এ দুই গ্রামের মাতব্বরদের দ্বন্দ্বে বেশ কয়েকবার সংঘর্ষে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সম্প্রতি বিবদমান দুই পক্ষের লোকদের এক করার উদ্যোগ নেওয়া হয়। এতে সম্মতি জানায় উভয় গ্রামের মানুষ।

jagonews24

আরও পড়ুন: ভিক্ষায় সংসার চলে ‘আসমানীর’ ছেলে আশরাফুলের

অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হোসেন জিসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, সহ-সভাপতি বেলায়েত হোসেন মাস্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল কবির, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির প্রমুখ।

এন কে বি নয়ন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।