পেঁয়াজচাষিদের দুঃখ ঘোঁচাবে মডেল ঘর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৫ এএম, ২০ জানুয়ারি ২০২৩

ফরিদপুরে চাষিদের পেঁয়াজ-রসুন সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে ফরিদপুরে পেঁয়াজের রাজধানী হিসেবে পরিচিত সালথা উপজেলায় মডেল ঘর নির্মাণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে।

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে প্রতিটি মডেল ঘর তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে উপজেলার গট্রি ইউনিয়নে এ মডেল ঘরের কাজের উদ্বোধন করেন কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক ওমর মো. ইমরুল মহসিন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আধুনিক পেঁয়াজ-রসুন সংরক্ষণ ঘরের প্রকল্প পরিচালক মো. হেলাল উদ্দিন, উপ-প্রকল্প পরিচালক মো. জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকতার হোসেন শাহিন, অতিরিক্ত উপ-পরিচালক মো. ইয়ামিন, সিনিয়র জেলা কৃষি বিপণন কর্মকর্তা শাহাদৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস ও স্থানীয় পেঁয়াজচাষিরা।

জেলা কৃষি বিপণন সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার দুটি উপজেলায় পর্যায়ক্রমে ৬৫ জন কৃষক পরিবারকে পেঁয়াজ সংরক্ষণের জন্য মডেল ঘর তৈরি করে দেওয়া হবে। প্রতিটি ঘরে এলাকার ৫ জন কৃষক ৬০ মণ করে ৩০০ মণ পেঁয়াজ-রসুন সংরক্ষণ করতে পারবেন।

এ মডেল ঘরের মাধ্যমে এ অঞ্চলের কৃষকের দীর্ঘদিনের যে দাবি ছিল তা পূরণ হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস বলেন, পেঁয়াজ মৌসুমসহ বিভিন্ন সময় সংরক্ষণের অভাবে বিপুল পরিমাণ পেঁয়াজ-রসুন নষ্ট হতো। ফলে বাধ্য হয়ে কৃষকেরা অল্প দামে পেঁয়াজ-রসুন বিক্রি করে লোকসানের মুখে পড়তেন। মডেল ঘর হওয়ার পর পেঁয়াজ সংরক্ষণ করে লোকসানের হাত থেকে রক্ষা পাওয়ার পাশাপাশি এ অঞ্চলের কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

এন কে বি নয়ন/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।