সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ২০ জানুয়ারি ২০২৩

নাটোরের সিংড়ায় চলনবিল শিক্ষা উৎসব শুরু হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) উপজেলার দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে উৎসবের উদ্বোধন করেন তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

আরও পড়ুন: প্রতিটি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে চাই : পলক

প্রথম দিনে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ সেশন নেন। এতে উপজেলার ৭০টি স্কুলের কয়েক হাজার শিক্ষার্থী অংশ নেয়।

উৎসবে সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এমএম সামিরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আল ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।

রেজাউল করিম রেজা/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।