বউ জামাই শাশুড়ি ইয়াবা ব্যবসায়ী


প্রকাশিত: ০৫:২১ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

বউ জামাই শাশুড়ি তিনজনই ইয়াবা ব্যবসায়ী। এ ব্যবসা করেই চলে তারা। অবশেষে ধরা পড়েছে পুলিশের হাতে। বুধবার মধ্যরাতে ৩০ হাজার ইয়াবাসহ এ তিনজনকে আটক করেছে পুলিশ।

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকা থেকে একই পরিবারের আটককৃত তিনজন হলেন- দেবব্রত চক্রবর্ত্তী (৫০), তার স্ত্রী সুমি আচার্য (৩০) ও শাশুড়ি দীপ্তি আচার্য (৬১)। এসময় তাদের কাছ থেকে সাড়ে ৬ লাখ নগদ টাকাও উদ্ধার করা হয়।

বায়েজিদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ অক্সিজেনের গোলবাগ আবাসিক কয়লার ঘর জানে আলম ভবনের নিচতলার বাসায় অভিযান চালানো হয়। এসময় বাসায় তল্লাশি চালিয়ে এসব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করায় তাদের তিনজনকে আটক করা হয়।

জীবন মুছা/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।