ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অন্তঃসত্ত্বা কিশোরীর ধর্ষণ মামলা

সাতক্ষীরার তালা উপজেলায় রাসেল বাদশা (২০) নামের এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছে অন্তঃসত্ত্বা কিশোরী।
শনিবার (২১ জানুয়ারি) সকালে কিশোরীর মা বাদী তালা থানায় মামলাটি করেন। অভিযুক্ত রাসেল উপজেলার মাগুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
অনশনরত ওই কিশোরীর দাবি, এক বছর আগে রাসেল বাদশার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক মেলামেশা করেছেন রাসেল। বর্তমানে মেয়েটি দুই মাসের অন্তঃসত্ত্বা।
কিশোরী জানায়, বিয়েতে রাজি না হওয়ায় শুক্রবার রাসেলের বাড়িতে অনশন শুরু করে সে। তবে বাড়ি থেকে পালিয়ে যান রাসেল। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার মা বাদী হয়ে থানায় রাসেলের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
ঘটনার পর থেকে পলাতক থাকায় অভিযুক্ত রাসেলের বক্তব্য পাওয়া যায়নি। তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম জাগো নিউজকে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্ত রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।
তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি মিলন কুমার রায় জাগো নিউজকে বলেন, অভিযুক্ত রাসেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/এসজে/এএসএম